মাশরাফির পক্ষে নৌকা প্রতীক বুঝে নিলেন আওয়ামী লীগ নেতারা
প্রকাশিত : ১০:২১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১১:৩৫ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে আজ সোমবার নড়াইল-২ আসনে মহাজোটের প্রার্থী বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নৌকা প্রতীক তুলে দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আঞ্জুমান আরা।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, যুবলীগ নেতা খোকন সাহা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মেদ।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নড়াইলের দুটি আসনে ১২ প্রার্থীর প্রতীক বরাদ্দ করা হয়েছে। নড়াইল-২ আসনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নৌকা প্রতীকে লড়বেন। এ আসনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় প্রার্থী এনপিপি (ফরহাদ) গ্রুপের এ জেড এম ফরিদুজ্জামান, লাঙ্গল প্রতীকে (জাপা) ফায়েকুজ্জামান ফিরোজ, আম প্রতীকে এনপিপির (ছালু) গ্রুপের মনিরুল ইসলাম, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম নাসির উদ্দীন এবং মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান মাঠে আছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ফকির শওকত আলী তারা প্রতীক পেয়েছেন।
টিআর/