ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

ফ্রান্সে আর্থ-সামাজিক জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশিত : ১২:১৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘ইয়োলো ভেস্ট’ সংকটের প্রেক্ষাপটে দেশে জরুরি অবস্থা জারি করেছেন।
জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘প্রথমে আমি দেশের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করছি।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি ফ্রান্স গড়ে তুলতে চাই যেখানে যে কেউ তার কর্মের মধ্যে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে এবং এক্ষেত্রে আমরা খুবই মন্থর গতিতে এগিয়ে যাচ্ছি।’
ম্যাক্রোঁ বলেন, ইয়োলো ভেস্ট সংকট চলাকালে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদে সংঘটিত সহিংস কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন ফ্রান্সের এ নেতা। তিনি দেশের সকল জনগণকে শান্ত থাকারও আহবান জানিয়েছেন। ‘আমি বিশ্বাস করি একত্রে আমরা এ সংকট সমাধানের উপায় খুঁজে বের করতে পারবো।’
উল্লেখ্য, জ্বালানি মূল্য ও বৃদ্ধি এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়কে কেন্দ্র করে ফ্রান্সের রাজপথে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সূত্র : বিবিসি
এসএ/