ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

একাদশ সংসদ নির্বাচন

প্রচারণায় মুখর গোটা দেশ

প্রকাশিত : ০২:২৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:২৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

সোমবার প্রতীক বরাদ্দ হওয়ার পরই দেশজুড়ে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারযুদ্ধ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট কিংবা বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট, উভয় পক্ষই সরব নিজ নিজ নির্বাচনী এলাকায়। কেউ প্রচারপত্র বিলি করে, কেউ মাইক বাজিয়ে, কেউ পোস্টার সাঁটিয়ে, কেউ সমাবেশ করে, কেউ আবার দোয়া মাহফিল করে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা।
নব্বইয়ের দশকের পর দলীয় সরকারের অধীনে প্রথম অংশগ্রহণমূলক এ নির্বাচনে মোট প্রার্থী এক হাজার ৮৪১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী আছেন এক হাজার ৭৪৫ জন। বাকি ৯৬ জন লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে বরাবরের মতো এবারও প্রচারযুদ্ধে ভোটারদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকছে নৌকা আর ধানের শীষ।
ঢাকা নগরীর ১৫টি আসনের ১৩২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালেই প্রার্থীরা ভিড় করেন রাজধানীর সেগুনবাগিচা এলাকায়। কেউ নিজেরা উপস্থিত ছিলেন। কেউ কেউ প্রতিনিধি পাঠিয়ে সংগ্রহ করেছেন প্রতীক। দুপুর নাগাদ ১৩২ জন প্রার্থীর কাছে প্রতীক হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার।
প্রার্থী সংখ্যা  ঢাকা-৪ আসন ৯ জন, ঢাকা-৬ আসন আটজন, ঢাকা-৭ আসন ১২ জন, ঢাকা-৮ আসন ১৪ জন, ঢাকা-৯ আসন সাতজন, ঢাকা-১০ আসন ছয়জন, ঢাকা-১১ আটজন, ঢাকা-১২ আসন ছয়জন, ঢাকা-১৩ আসন ১০ জন, ঢাকা-১৪ আসন সাতজন, ঢাকা-১৫ আসন ১০ জন, ঢাকা-১৬ আসন সাতজন, ঢাকা-১৭ আসন ১০ জন এবং ঢাকা-১৮ আসনে আটজন।
এদিকে আজ মঙ্গলবার সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ দলের কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা শুরু করছেন।
বন্দর নগরী চট্গ্রামেও নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন সেখানকার স্থানীয় প্রার্থীরা।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম-৯ আসনে হযরত শাহ সুফি আমানত খান (র.) এর মাযার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এদিন একই মাজার জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান।

এদিকে চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অপরদিকে, আগামীকাল ১২ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএ/