ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

টেলি সামাদ শঙ্কামুক্ত, দু’একদিনেই বাড়ি ফিরবেন

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের দাপুটে অভিনেতা টেলি সামাদ। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন তার চিকিৎসক।

গত সোমবার রাজধানীর স্কয়ার হাসপতালে ভর্তি হন টেলি সামাদ। এ বিষয়ে তার বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী জানান, অনেকদিন ধরেই বাবার খাদ্যগ্রহণে সমস্যা হচ্ছিল। তাই বাবাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা ভর্তির পরামর্শ দেন।

তিনি আরও বলেন, বাবা এখন শঙ্কা মুক্ত।ধীরে ধীরে সুস্থতা বোধ করছেন। তার বুকে ইনফেকশন ছিল। রক্তে প্লাটিলেট কমে যাচ্ছিলো। ওষুধ দেওয়ার পর তিনি সেরে উঠছেন। দুই একদিনের মধ্যেই তাকে বাসায় নিয়ে যেতে পারবো বলে চিকিৎসক জানিয়েছেন।

তিনি ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. প্রতীক দেওয়ানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।     

এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে টেলি সামাদের বাইপাস সার্জারি করা হয়। দেশে আসার পর আবারও তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় আগমন ঘটে টেলি সামাদের। এরপর কমেডি নির্ভর অভিনয় দিয়ে তিনি দর্শকনন্দিত হন। চার দশকে তিনি প্রায় ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।

কেআই/