সফটওয়্যার পরীক্ষণে ২০০ জনকে বৃত্তি দেবে পিপলএনটেক
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
দেশে সফটওয়্যার টেস্টিং প্রফেশনাল তৈরিতে ২০০ জনকে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘পিপলএনটেক’।
মঙ্গলবার রাজধানীর বিডিবিএল ভবনে পিপলএনটেক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
দক্ষ পেশাজীবি গঠনে তাদের সম্পন্ন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবু বকর হানিপ।
আবু বকর হানিপ বলেন, অভিবাসী হয়ে যারা যুক্তরাষ্ট্র যেতে চান তাদের জন্য ‘অড-জবের’ পরিবর্তে হাজার ডলারের চাকরি পেতে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দিয়ে থাকে পিপলএনটেক। এবার দেশে সফটওয়্যার টেস্টিং প্রফেশনাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশে সফটওয়্যার টেস্টার ইঞ্জিনিয়ারদের সংখ্যা খুবই নগন্য। এ পেশায় তরুণদের আকৃষ্ট করতে উদ্যোগ নিয়েছে পিপলএনটেক। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও চাহিদা আছে অভিজ্ঞদের।প্রযুক্তিখাতের এই বৃত্তিতে আবেদনের যোগ্যতা হিসেবে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক অথবা সংশ্লিষ্ট খাতে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারা যুক্তরাষ্ট্রে অভিবাসি হিসেবে আছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীথিলতা রয়েছে।
চার মাসব্যাপী এ প্রশিক্ষণ ১১ ডিসেম্বর থেকে আগামী ৫ জানুয়ারী পর্যন্ত সময়ের মধ্যে আবেদন করা যাবে। আবেদন করতে হবে (piit.us) ঠিকানায়।
সংবাদ সম্মলেন প্রতিষ্ঠাটির ডিএমডি ড. সাজ্জাদ হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেআই/