ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

গোপালগঞ্জে পাশবিক নির্যাতনের শিকার হয়ে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একাধিকবার পাশবিক নির্যাতনের শিকার হয়ে এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। এদিকে আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পাশবিক নির্যাতনের গ্লানি সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় কিশোরী সীমা সরকার। তার মৃত্যুতে এখনো শোকে স্তব্ধ তার পরিবার। পুলিশ জানায়, গেলো বুধবার রাতে পলাশ নামে এক প্রতিবেশি সীমাকে বাড়ির পাশে পোল্ট্রি খামারে ধর্ষণ করে। তখন পলাশকে ধরে ফেলে বাড়ির লোকজন। পরেরদিন গ্রাম্য সালিশে পলাশকে ভৎর্সনা করে সীমাকে অন্যত্র বিয়ে দেয়া বাবদ আর্থিক জরিমানা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে আবারো সীমাদের ধর্ষণ করে পলাশ। সেদিনই ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় সীমা। গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে ওই রাতেই মৃত্যু হয় তার। এদিকে রোববার পলাশ ও তার ভাই লিটনকে আসামি করে মামলা করা হলে পলাশকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পলাশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর স্বজন ও এলাকাবাসী।