ইসলামী ব্যাংক ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল এর মধ্যে চুক্তি
প্রকাশিত : ০৫:১৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল-এর মধ্যে উন্নত গ্রাহক সেবা ব্যবস্থাপনা সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা-এর উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডা. এম ইয়াছিন আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ভিসা কার্ড ও খিদমাহ কার্ড গ্রাহকগণ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে হ্রাসকৃত মূল্যে চিকিৎসা সেবা পাবেন।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, তাহের আহমদ চৌধুরী, মোহাম্মদ কায়সার আলী ও হাসনে আলম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল -এর ম্যানেজিং ডাইরেক্টর নুরেন দুরদানা, ম্যানেজার মো. রকিবুজ্জামান ও মো. আলিনুর ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই/এসি