চট্টগ্রাম সমিতি-ঢাকা’র মেজবান ও মিলন মেলা ১৫ ডিসেম্বর
প্রকাশিত : ১০:২৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ঐতিহ্যবাহী ‘চট্টগ্রাম উৎসব ও বার্ষিক মেজবান-২০১৮’ আগামী শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০.৩০ টা থেকে ৩টা পর্যন্ত ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্ণধার, বেসরকারী সংস্থার শীর্ষ স্থানীয় কর্মকর্তাসহ দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
এবারে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন ব্যক্তিকে পদক প্রদান করা হবে।
মাতৃমৃত্যু হ্রাসকরণে অসামান্য অবদানের জন্য প্রফেসর ডা. সায়েবা আখতার, শিল্পী হিসেবে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কল্যাণী ঘোষ, চিত্রশিল্পে অসামান্য অবদানের জন্য কনক চাঁপা চাকমা, ইলিশের জীবন রহস্য উদঘাটনে অসামান্য অবদানের জন্য ড. মং সানু মারমা এবং পাটের জীবন রহস্য উদ্ঘাটনে অবিস্মরণীয় অবদানের জন্য ড.মাকসুদুল আলম (মরণোত্তর)কে সম্মাননা পদক প্রদান করা হবে।
এছাড়াও খ্যাতনামা শিল্পীগণ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
মেজবানের শৃংখলা রক্ষার্থে সমিতির আজীবনসদস্যদের মেজবানের দাওয়াত কার্ড প্রদর্শন করে মেজবানের মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা হল।
কেআই/এসি