ঢাকা, মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪,   আষাঢ় ১৭ ১৪৩১

ব্রেক্সিট ইস্যু

অনাস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:২৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫১ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত চুক্তি ব্রেক্সিট নিয়ে বিপদেই পড়েছেন। বিরোধী দলসহ নিজ দলের মন্ত্রীদের সমালোচনার পর এবার তাকে অনাস্থা ভোটের মুখে পড়তে হয়েছে। তার নেতৃত্ব থাকবে কিনা সেই বিষয়ে ভোট হচ্ছে পার্লামেন্টে।

স্থানীয় সময় বুধবার রাতে ভোট হওয়ার কথা। এই ভোটের মাধ্যমে তার ভাগ্য নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ভোটাভুটিতে হওয়া সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। তিনি আরো বলেন, নতুন প্রধানমন্ত্রীকে হয় ব্রেক্সিট চুক্তি নিয়ে বিলম্ব করতে হবে কিংবা বন্ধ করে দিতে হবে। তবে অনাস্থা ভোটে থেরেসা মে’র জয়ের সম্ভাবনা আছে। কারণ তার টোরি বা কনজারভেটিভ দলের ১৭৪ এমপি প্রকাশ্যে বলেছেন, তারা থেরেসা মে কে সমর্থন দেবেন। ৩৪ জন প্রকাশ্যে তার বিরুদ্ধে ভোট না দেওয়ার কথা জানিয়েছেন। জয়ী হতে থেরেসা মে কে ১৫৮টি ভোট পেতে হবে। থেরেসা মে জয়ী হলে আগামী এক বছর পর্যন্ত দলে তার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। জয়ী না হলে তিনি দলের নেতৃত্ব এবং অবশেষে প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন। তবে সামান্য ভোটের ব্যবধানে জয়ী হলে তিনি নেতৃত্ব থেকে সরেও যেতে পারেন।
সূত্র : বিবিসি
এসএ/