‘আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন’
প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকগোষ্ঠীরা ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে। সেদিকে সতর্ক থাকবেন।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আবারও যদি সরকার গঠন করতে পারি প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব।’
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার একটি ভোট অতি মূল্যবান। আপনাদের কাছে আমি ভোট চাই। আপনারা হাত তুলে ওয়াদা করুন নৌকা মার্কায় ভোট দিবেন।’
আগামীতে তার দল ক্ষমতায় না আসলে পদ্মাসেতুর কাজ বন্ধ হয়ে যাবে উল্লেখ করে বলেন, ‘আমরা চাই না এই সেতুর কাজ বন্ধ হোক, চলমান উন্নয়নের কাজ বন্ধ হোক।’
এ সময় ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাফর উল্লাহকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করার সুযোগ দিন। আওয়ামী লীগ সরকারে না থাকলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। দেশে পিছিয়ে যাবে।
এসএ/