শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে কলেজ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সচিব অধ্যাপক সেলিম মোল্লার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক নূরুল ইসলাম, হাবিবুর রহমান মৃধা, আব্দুল হান্নান প্রমুখ। অধ্যাপক ইউসুফ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনাসভা শুরু হয়। অধ্যাপক মেজবাহুল মাওলানার মোনাজাত পরিচালনার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মোনাজাতের মাধ্যমে মুক্তিযুদ্ধে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অপরদিকে, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১১টায় অনাড়ম্বর পরিবেশে শহীদ বুদ্দিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর হিমুর মূল আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন, মিনহাজ উদ্দিন, আলাউদ্দিন, বাবুল হোসেন প্রমুখ।
এসএইচ/