বেনাপোল বিপুল পরিমান ডলারসহ আটক ১
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
ভারত থেকে পাচার করে সময় বেনাপোল চেকপোস্ট টার্মিনাল থেকে ২০ হাজার ২০০ মার্কিন ডলার,৭ হাজার ৫০০ ভারতীয় রুপি, ১৮ হাজার বাংলাদেশি টাকা ও ৭টি দামী মোবাইল সেটসহ মোহাম্মদ হক (৫০) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার সকাল ৮টার সময় তাকে আটক করে বিজিবি। মোহাম্মদ হক গাজীপুর জেলার সদর থানার নিলনগর কালের ভিটা এলাকার ফজলুর এর ছেলে। তার পাসপোর্ট নাম্বার বিআর ০৭৫২০৩৯।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে,এক পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমান আমেরিকান ডলার ও ভারতীয় রুপি নিয়ে বাংলাদেশ কাস্টমস পার হয়ে যাত্রী টার্মিনালে সামনে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আবুল কাশেম, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে মার্কিন ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা ও মোবাইল সেটসহ তাকে আটক করেন। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক পাসপোর্ট যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় মালামালসহ সোপর্দের প্রক্রিয়া চলছে।
কেআই/ এসএইচ/