বিজয় দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজন
প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
বিজয় দিবসকে কেন্দ্র করে দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৫ ডিসেম্বর বিকাল ৫টায় একাডেমির নন্দন মঞ্চে প্রথম দিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১৬ ডিসেম্বর সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এইদিন বিকাল ৫টায় একাডেমির নন্দন মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার স্মৃতিসৌধ উন্মুক্ত মঞ্চে সকাল সাড়ে আটটায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনের এই অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন শিল্পী মনোরঞ্জন ঘোষাল, মুজিব পরদেশী, চন্দনা মজুমদার, নবীন কিশোর গৌতম, পুলক, স্বরণ, পারভেজ, রেশমী, মিলন বাউল এবং জামিল বাউল। নৃত্য পরিচালক রনী চৌধুরী পরিচালনায় ৬টি নৃত্য পরিবেশিত হবে।
এছাড়াও থাকবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শান্তা জামান।
এসএইচ/