ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

সিলেটে প্রথম আন্তর্জাতিক টি২০ কাল  

প্রকাশিত : ১১:৩১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১১:৩৪ এএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এবং ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে মাশরাফি বাহিনী। এবার তাদের সামনে টি২০ সিরিজ। সোমবার থেকে শুরু হবে তিন ম্যাচের এই টি২০ সিরিজ। এর মাধ্যমে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি২০ অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। ২০ ও ২২ ডিসেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ বিকেল ৫টায় শুরু হবে।

এদিকে মাশরাফি বাহিনী ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর। টি২০-তেও ভালো ফল করার আশা করছে টিম বাংলাদেশ।

তবে ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশের জন্য সহজ হবে না। কারণ টি২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। টি২০ ক্রিকেট র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের (১০তম) ওপরে ওয়েস্ট ইন্ডিজ (সপ্তম)।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও বিশ্বজুড়ে যে টি২০ ফ্র্যাঞ্চাইজি লীগগুলো হয় তা দাপিয়ে বেড়ান। সেখানে বাংলাদেশের টি২০ অধিনায়ক সাকিব আল হাসান আছেন টি২০ ফেরিওয়ালা। বাংলাদেশের এক সাকিব ছাড়া আর কেউ নিয়মিত টি২০ লীগগুলো খেলেন না। সেখানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা পারদর্শী।

তবে এ বছর জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বাংলাদেশই টি২০ সিরিজে জিতে। প্রথম টি২০ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হয়। তাতে বৃষ্টি আইনে হারে। দ্বিতীয় ও তৃতীয় টি২০ হয় মার্কিন মুল্লুকে। সেখানে টানা দুই টি২০ জিতে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।

সেই সিরিজ জয়ই বাংলাদেশকে অনুপ্রেরণা দিচ্ছে। আবার এবার খেলা দেশের মাটিতে। টেস্ট, ওয়ানডে সিরিজ জেতায় টি২০ সিরিজেও আত্মবিশ্বাস থাকছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। এই সুযোগ নিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজকে টি২০ সিরিজেও হারিয়ে দেয়া গেলে হয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে ৫টি দ্বিপক্ষীয় টি২০ সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। দুটিতে জিতে। দুটিতে হারে। একটি হয় ড্র। 

এমএইচ/