শহীদদের লক্ষ্য পূরণে আন্দোলন চালিয়ে যেতে হবে: ড. কামাল
প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার
দেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেওয়া লাখ লাখ শহীদের লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
রোববার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ড. কামাল বলেন, স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। আজও দেশে শহীদদের লক্ষ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি। সেই লক্ষ্যপূরণে আমাদের কাজ করতে হবে। এজন্য আমরা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি।
তিনি বলেন, বিজয়ের মাসে শপথ নিতে হবে কোন জবরদস্তি, কোন লাঠিয়াল, সন্ত্রাসের ব্যবহার মেনে নেওয়া যায় না। যারা রুগ্ন রাজনীতি করে তারাই জবরদস্তি, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার করে। স্বাধীন দেশে এগুলো মানা হবে না।
ড. কামাল বলেন, স্বাধীনতায় কি পেয়েছি তা এখানে এসে স্মরণ করতে হবে। শহীদদের চাওয়া আইনের শাসন, গণতন্ত্র, মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে।
দেশে স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি বলে মন্তব্য করে ড. কামাল বলেন, মানুষের মুক্তির জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরকে//