ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

যুদ্ধাপরাধী-ঐক্যফ্রন্টকে ভোট না দেয়ার আহ্বান জয়ের

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের ভোট না দেয়ারও আহবান জানিয়েছেন তিনি।

আজ রোববার মহান বিজয় দিবসের সকালে নিজের ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দেন জয়। এতে এই আহবান জানান জয়।

যুদ্ধাপরাধী ও তাদের দোসর বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে জয় লিখেছেন, বাংলাদেশ ও তার বয়স একই। তাই কত বছর আগে স্বাধীন হয়েছিল তা তিনি চাইলেও ভুলতে পারবেন না।

সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- ‘বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারব না। কারণ, আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ আর আমার বয়স একই। বিজয়ের ৪৭ বছর পর, আজকের এই বিজয় দিবসে, আসুন আমরা প্রতিজ্ঞা করি কখনও যুদ্ধাপরাধী ও তাদের দোসর বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেয়ার। ধানের শীষে ভোট মানেই ৩০ লাখ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

আরকে//