ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বেসরকারী শিক্ষকদের ৬৫০’ কোটি টাকা বরাদ্দ দিলেও, অর্থ ছাড় হয়নি এখন

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৩:২৫ পিএম, ৫ এপ্রিল ২০১৭ বুধবার

অবসরপ্রাপ্ত বেসরকারী শিক্ষকদের জন্য সাড়ে ছয়শ’ কোটি টাকা বরাদ্দ দিলেও, অর্থ ছাড় না হওয়ায় এর সুফল পাচ্ছেন না শিক্ষকেরা। মানুষ গড়ার কারিগরদের অবসরসুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি লাঘবের জন্য, প্রথমবারের মত বর্তমান সরকার বাজেটে এ বরাদ্দ দেয়। অর্থ ছাড় হলে অচিরেই তাদের পাওনা বুঝে পাবেন বলে আশা করছেন, অবসর সুবিধা বোর্ডে বছরের পর বছর ধর্ণা দিয়ে আসা শিক্ষকেরা ।

দেশের ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসায় পাঁচ লক্ষাধিক শিক্ষক লাখ লাখ ছাত্র-ছাত্রীকে শিক্ষা দেন। জীবনের স্বর্ণালী সময়ে মানুষ করার কারিগরদের চাকরি শেষে অবসরের পাওনা পেতে ধরনা দিতে হয় দ্বারে দ্বারে।

ঢাকার নীলক্ষেতে কল্যাণ ট্রাস্ট এবং অবসর বোর্ডের কার্যালয়ে বছরের পর বছর ঘুরে পাওনা না পেয়েই, জীবন প্রদীপ নিভে যায় অনেক শিক্ষকের। বেসরকারী শিক্ষকদের বেতনের ২ শতাংশ টাকা কেটে তহবিল গড়ে অবসর পাওনা দিয়ে আসছে কল্যাণ ফান্ড আর অবসর বোর্ড। তবে, সরকার এই প্রথম এখাতে বাজেটে সাড়ে ছয়শ কোটি টাকা দেয়ায়, আবেদন জট কমবে বলে মনে করেন, কল্যাণ ট্রাস্টের এই কর্মকর্তা।

অবসর সুবিধা বোর্ড বলছে, বাজেটে বরাদ্দ নতুন আশার সঞ্চার করলেও বরাদ্দের টাকা তহবিলে জমাই পড়েনি এখনও। অবসরপ্রাপ্ত শিক্ষকদের আবেদন জমে সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৩ হাজার। মূল্যবান কাগজপত্র নির্ধারিত কক্ষ ছাড়িয়ে আনাচে-কানাচে স্তুপ হয়ে আছে।

বাজেট বরাদ্দের পরও সব আবেদনের প্রাপ্য মেটাতে যখন প্রায় ২০০০ কোটি টাকার ঘাটতি, তখন অফিসের পরিসর বাড়ানোটা তাদের কাছে অনেকটা দূরাশার মতোই।