ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

সন্দ্বীপে অচিরেই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবেঃ সাংসদ মিতা

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৮:২৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতা বলেছেন,সন্দ্বীপে অচিরেই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এটি গড়ে উঠলে সন্দ্বীপের বেকার তরুণদের বেকারত্ব গুছে যাবে। সরকার এই ব্যাপারে আন্তরিক। যেহেতু বিদ্যুতের আলোয় সন্দ্বীপ আলোকিত হয়েছে, শিল্প কারখানা গড়ে উঠা এখন সময়ের ব্যাপার।

তিনি বলেন, এক সময়ের অবহেলিত দ্বীপ উপজেলা সন্দ্বীপে এখন উন্নয়নের জোয়ার বইছে। এক সময় যেখানে কুপি বাতির আলো জ্বলতো আজ সেখানে বিদ্যুতের আলো জলছে। এই অসম্ভবকে সম্ভব করেছে শেখ হাসিনা। এই সরকার আপনাদের বিদ্যুতের আলোয় আলোকিত করেছে। এর সম্পূর্ণ অবদান জননেত্রি শেখ হাসিনার।

সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকার বিজয়ের লক্ষে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গণসংযোগে তিনি এ কথা বলেন।

সন্দ্বীপের আর্থ সামাজিক উন্নয়নের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সন্দ্বীপ থেকে সাগর পাড়ি দিয়ে ঢাকা চট্টগ্রাম এমন কি প্রবাসে লাখো মানুষ কাজ করছে।

এ সময় গাছুয়ার বিভিন্ন ওয়ার্ডে ও নির্বাচনি কেন্দ্রের জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন চত্তগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতা।

গাছুয়া দক্ষিণ পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্য পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এ.কে সরকারী প্রাথমিক বিদ্যালয়। ঘাট মাঝির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়। মধ্য পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।

গাছুয়া ইউনিয়নের ১ থেকে  ৯ নং ওয়ার্ড পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত কেন্দ্র ভিত্তিক কর্মী সভায় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নৌকাকে বিজয়ী করতে হলে সবাইতে দল মত নির্বিশেষে নিজ নিজ কেন্দ্রে কাজ করতে হবে। জননেএী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশন, বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও জনসাধারণ।  

এছাড়া  ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতা কর্মীরা এই গণসংযোগে অংশ নেন এবং জনগণের হাতে হাতে সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট সবার হাতে হাতে পৌঁছে দেন।

কেআই/