ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রে সহিংসতা

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩৯ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা রাজ্যের শ্যালটে ছড়িয়ে পড়েছে সহিংসতা। বিক্ষোভের সময় আরও একজন নিহত হয়েছে। তবে পুলিশের গুলিতে সে মারা যায়নি বলে জানায় শ্যালট পুলিশ। শতশত বিক্ষোভকারী রাস্তায় নেমে আসলে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে।  মঙ্গলবার সকালে পুলিশের গুলিতে কথ ল্যামন্ট স্কট নামের ৪৩ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পরপরই বিক্ষোভ শুরু হয়। পুলিশের দাবি, স্কটকে অস্ত্র সমর্পন করতে বলা হল্ধেসঢ়;ও তা করেনি। আর পরিবারের দাবি তিনি নিরস্ত্র ছিলেন। মঙ্গলবার রাতে বিক্ষোভ ঠেকাতে গিয়ে ১৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়।