সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই
এক হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তান
প্রকাশিত : ০৯:০০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৫৫ এএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের বিষয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে চীন, পাকিস্তান ও আফগানিস্তান। এ তিন দেশ ‘বেল্ট অ্যান্ড রোড ইনশিয়েটিভ’এর ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতেও রাজি হয়েছে।
আফগানিস্তানের নিরাপত্তা ও অর্থনীতির অবস্থা যখন হতাশাজনক তখন এ সমঝোতা স্মারক সই হলো। তবে তিন দেশের এই উদ্যোগ ভারতের জন্য ঝামেলার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা একটি সংলাপে অংশ নেন। ওই অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। এটা ছিল তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় দফা সংলাপ।
বৈঠকে তিন দেশ সন্ত্রাসবাদ-বিরোধী সংলাপ জোরদারের নীতি গ্রহণ এবং এ ক্ষেত্রে পারস্পরিক কার্যকর সহযোগিতা বাড়ানোর বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করে। ২০১৭ সালে চীনের রাজধানী বেইজিংয়ে প্রথম এ তিন দেশের সন্ত্রাসবাদ-বিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/