ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

চরম গ্যাস সঙ্কটে মানিকগঞ্জ শহরবাসী

প্রকাশিত : ১০:০৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

চরম গ্যাস সঙ্কটে মানিকগঞ্জ শহরবাসী। মাসে-মাসে বিল গুণলেও সংযোগ পাইপে গ্যাসের দেখা নেই গেলো প্রায় দেড় বছর। কষ্টে-ভোগান্তিতে পৌর এলাকার লাখো পরিবার। মানিকগঞ্জের শহীদ রফিক সড়ক, পশ্চিম দাশোরা কিংবা মাজার রোডের মানুষেরা এতোদিন অপেক্ষায় থেকেছেন-এই বুঝি কেটে যাবে গ্যাসের সঙ্কট। দিন-মাস-বছর পেরিয়ে প্রতীক্ষার প্রহর শেষ হলেও মেলেনি সমাধান। উপরন্তু ভোগান্তি বেড়েছে শহরবাসীর। অধিকাংশ বাড়ির রান্নাঘরে এখন গ্যাসের সিলিন্ডার কিংবা কেরোসিন স্টোভ। কেন কী কারণে মানিকগঞ্জ শহরে গ্যাসের এমন সঙ্কট তা জানা নেই বেশিরভাগ বাসিন্দার। আর ভোগান্তির সমাধান যিনি দিবেন সেই পৌর মেয়র নিজেও ক্ষুব্ধ বিষয়টি নিয়ে। গ্যাস সঙ্কটের সমাধান খুঁজতে রাজনৈতিক নেতা কিংবা মন্ত্রীর কাছেও গেছেন কেউ-কেউ। তাতে দিন পনের চুলা জ্বললেও এখন আবার মোমের শিখা। এদিকে, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কথা বলতে একেবারেই নারাজ।