ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

টাঙ্গাইলে জমাজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা (ভিডিও)

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

টাঙ্গাইলে চলছে জমাজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা। ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১ জন প্রার্থী। আওয়ামী লীগ আগের মতোই সবকটি আসন ধরে রাখতে মরিয়া। ভাগ বসাতে চায় বিএনপি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও।

নির্বাচন ঘিরে টাঙ্গাইলে এখন উৎসবের আমেজ। হাট-বাজার, চায়ের দোকান সব খানেই ভোটের আলোচনা।

জেলার ৮টি আসনেই প্রার্থী আছে আওয়ামী লীগের। তারা প্রচার চালাচ্ছেন জোরেশোরে। এবারও সবকটি আসনে নৌকার জয় হবে বলে আশা তাদের।

প্রচারে বাধা দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীদের। সুষ্ঠু ভোট হলে সব আসনে ধানের শীষের জয় হবে বলে মনে করেন তারা।

টাঙ্গাইল সদরে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির শফিউল্লাহ আল মুনির। এই আসনে স্বতন্ত্র হিসেবে আছেন হেভিওয়েট মুরাদ সিদ্দিকী, আর ৪-এ লড়ছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।

ভোটারদের মাঝেও রয়েছে নানা হিসেব-নিকেশ। ২০ ভাগ নতুন ভোটার জয়-পরাজয়ে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

টাঙ্গাইলের ৮টি আসনে ভোটার ২৭ লাখ ৮২ হাজার ৮৫ জন।