ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

যে কারণে জরিমানা গুণতে হচ্ছে সাকিবকে

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি দুঃসংবাদ শুনলেন সাকিব আল হাসান। আইসিসি তাকে জরিমানা করেছে ম্যাচ ফির ১৫ শতাংশ। সঙ্গে বাংলাদেশের অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হলো একটি ডিমেরিট পয়েন্টও। ২০১৬ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পেলেন সাকিব। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে একটি ডিমেরিট পান তিনি।

সিলেটে সোমবারের ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করায় তাকে এ জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সোমবারের ওই ম্যাচে বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে ঘটেছে ঘটনাটা। সাকিব ব্যাটিংয়ের সময় ওশানে টমাসের শেষ ডেলিভারিটি আম্পায়ার ওয়াইড ঘোষণা না দেওয়ায় প্রথমে তার সঙ্গে চিৎকার করেন এবং পরে তার সঙ্গে তর্কে লিপ্ত হন। তার এই আচরণ আইসিসি’র নিয়ম কানুনের ২.৮ অনুচ্ছেদের পরিষ্কার লঙ্ঘন।

ম্যাচ শেষে ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে সাকিব তার ভুল স্বীকার করে নিলে আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন হয়নি।

একে//