এক নজরে ২০১৯ আইপিএলে কে কোন দলে
প্রকাশিত : ১২:০০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
দ্বাদশ আইপিলের নিলামে মোট ৩৫১ জন ক্রিকেটারকে তোলা হয়েছিল। এর মধ্যে থেকে মোট ৬০ জন ক্রিকেটারকে দলে নিয়েছে আটটি ফ্রাঞ্চাইজি। ১০৬ কোটি ৮০ লাখ টাকার ক্রিকেটার কেনা হয়েছে এবারের নিলামে। সর্বোচ্চ দাম উঠেছে ভারতের জয়দেব উনাদকাট এবং বরুণ চক্রবর্তীর।
আর শেষ পর্যন্ত অবিক্রিত থেকে গেলেন ব্র্যান্ডন ম্যাককালাম, উসমান খাজা, মরনে মর্কেল, ডেল স্টেন, চেতেশ্বর পূজারা। এছাড়া ডাক পাননি বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে আগে থেকেই ধরে রেখেছিল গেল বারের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে মুস্তাফিজুর রহমান আগেই জানিয়ে দিয়েছেন এবারের আসরে অংশ নিচ্ছেন না তিনি। অর্থাৎ আইপিএলের এবারের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যোগ দিচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব।
এবার ধরে রাখা খেলোয়াড় ও নিলামে কেনা খেলোয়াড়দের মিলিয়ে দলগুলোর কী চেহারা দাঁড়িয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক-
চেন্নাই সুপার কিংস
ধরে রাখা
মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসি, মুরলি বিজয়, শেন ওয়াটসন, রবীন্দ্র জাদেজা, মিচেল সান্টনার, ডেভিড উইলি, ডোয়েইন ব্রাভো, কেদার যাদব, আম্বতি রায়ুডু, স্যাম বিলিংস, হরভজন সিং, দীপক চাহার, কেএম আসিফ, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির, করণ শর্মা, ধ্রুব শোরে, এন জগদীশন, শর্দুল ঠাকুর, মনু কুমার, চৈতন্য বিষ্ণোই।
ট্রেড উইন্ডো থেকে
কেউ না
নিলামে কেনা
মোহিত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়
দিল্লি ক্যাপিটালস
ধরে রাখা
শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, ঋষভ পন্থ, মনজোৎ কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, জয়ন্ত যাদব, রাহুল তেয়াটিয়া, হর্ষল প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, সন্দীপ লামিচানে, আবেশ খান।
ট্রেড উইন্ডো থেকে
শিখর ধাওয়ান
নিলামে কেনা
বান্দারু আয়াপ্পা, জলজ সাক্সেনা, ইশান্ত শর্মা, হনুমা বিহারী, অক্ষর প্যাটেল, অঙ্কুশ বেইনস, নাথু সিং, কলিন ইনগ্রাম, শারফানে রাদারফোর্ড, কিমো পল।
কলকাতা নাইট রাইডার্স
ধরে রাখা
দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, শুভমান গিল, নীতিশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, শিবম মাভি, কুলদীপ যাদব, পিযুষ চাওলা, কমলেশ নাগারকোটি, প্রসিদ্ধ কৃষ্ণ।
ট্রেড উইন্ডো থেকে
কেউ না
নিলামে কেনা
কার্লোস ব্রেথওয়েট, লোকি ফার্গুসন, অ্যানরিখ নর্তজে, নিখিল নায়েক, হ্যারি গার্নে, পৃথ্বী রাজ ইয়ারা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্ধে।
কিংস ইলেভেন পাঞ্জাব
ধরে রাখা
ক্রিস গেইল, ডেভিড মিলার, করুণ নায়ার, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাই, মুজিব উর রহমান।
ট্রেড উইন্ডো থেকে
মনদিপ সিং
নিলামে কেনা
মুরুগান অশ্বিন, হরপ্রীত ব্রার, অগ্নিবেশ আয়াচি, প্রবিসম্রান সিং, দর্শন নালাকাঁড়ে, আরশদীপ সিং, হার্ডাস বিলজোয়েন, স্যাম কুর্রান, বরুণ চক্রবর্তী, সরফরাজ খান, মোহম্মদ সামি, নিকোলাস পুরান, মোজেস হেনরিকে।
মুম্বাই ইন্ডিয়ানস
ধরে রাখা
রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ক্রুনাল পাণ্ডিয়া, ইশান কিশান, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক মারকাণ্ডে, রাহুল চাহার, অনুকুল রায়, সিদ্ধেশ লাদ, আদিত্য তারে, এভিন লুইস, কিয়েরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, জেসন বেহরেনডর্ফ।
ট্রেড উইন্ডো থেকে
কুইন্টন ডি কক
নিলামে কেনা
লাসিথ মালিঙ্গা, আনমোলপ্রিত সিং, বারিন্দার স্রান, পঙ্কজ জয়সওয়াল, রশিখ দার, যুবরাজ সিং।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ধরে রাখা
বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, পার্থীব প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, মঈন আলি, কলিন ডে গ্র্যান্ডহোম, যুজবেন্দ্র চাহাল, মোহম্মদ সিরাজ, টিম সাউদি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলবন্ত খেজ্রোলিয়া, নাথান কোল্টার-নাইল
ট্রেড উইন্ডো থেকে
মার্কাস স্টইনিস
নিলামে কেনা
শিমরন হেটেমেয়ার, গুরুকিরাত সিং, দেবদত্ত পড়িকল, শিবম দুবে, হেনরিখ ক্লাসেন, হিম্মত সিং, মিলিন্দ কুমার, প্রয়াস রায় বর্মন, আকাশদীপ নাথ।
রাজস্থান রয়্যালস
ধরে রাখা
স্টিভেন স্মিথ, বেন স্টোকস, জস বাটলার, জোফরা আর্চার, ইশ সোধি, আজিঙ্কা রাহানে, কে গোথাম, সঞ্জু স্যামসন, শ্রেয়স গোপাল, আর্যমান বিড়লা, এস মিধুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাঠী, ধবল কুলকার্নি, মহীপাল লোমর।
ট্রেড উইন্ডো থেকে
কেউ না
নিলামে কেনা
জয়দেব উনাদকাট, বরুণ অ্যারন, ওশানে থমাস, শশাঙ্ক সিং, লিয়াম লিভিংস্টোন, শুভম রঞ্জনে, মনন ভোরা, অ্যাশ্টন টার্নার, রিয়ান পরাগ।
সানরাইজার্স হায়দরাবাদ
ধরে রাখা
ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, ইউসুফ পাঠান, রশিদ খান, বিলি স্ট্যানলাকে, মোহম্মদ নবি, ভুবনেশ্বর কুমার, মনিষ পাণ্ডে, টি নটরাজন, রিকি ভুই, সন্দীপ শর্মা, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, বাসিল থাম্পি, দীপক হুডা।
ট্রেড উইন্ডো থেকে
বিজয় শঙ্কর, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম।
নিলামে কেনা
ঋদ্ধিমান সাহা, জনি বেয়ারস্টো, মার্টিন গাপ্টিল
ওয়াই।
আইপিএলের এবারের আসরের পর্দা উঠবে আগামী ২৯ মার্চ। ১৯ মে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একে//