ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সবচেয়ে বড় বাজেট ঘোষণা করল সৌদি আরব

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০১:৩৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

সৌদি আরব দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার বাদশাহ সালমান ২০১৯ সালের ২৯৫ বিলিয়ন ডলারের এই বাজেটে স্বাক্ষর করেন। এরমধ্যে ঘাটতি রয়েছে ৩৫ বিলিয়ন ডলার।

জীবনমান উন্নয়ন ও সামাজিক খাতকে গুরুত্ব দিয়ে বাজেট ঘোষণা করেছে দেশটি।  যুবরাজ সালমানের ভিশন-২০৩০ এর অংশ হিসেবে সৌদি আরব অধিক কর্মসংস্থান সৃষ্টির ওপর নজর দিচ্ছে। এছাড়া, বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয়।

এই বাজেটের অন্যতম লক্ষ হচ্ছে দেশটির তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে দেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি করা।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেন, অর্থনৈতিক সংস্কার, প্রবৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিত করা ও প্রাইভেট খাতগুলোকে ক্ষমতায়নের মাধ্যমে আমরা এগিয়ে যেতে সংকল্পবদ্ধ।

চলতি বছরের সেপ্টেম্বরে বেকারত্ব কমিয়ে আনা ও অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল করতে ২০১৯ সালে ৭ শতাংশ বাজেট ব্যয় বাড়ানোর কথা ঘোষণা দিয়েছিল । এরই প্রতিফলন দেখা যাচ্ছে এবারের বাজেটে।

তথ্যসূত্র: আল জাজিরা

এমএইচ/