আশরাফুল হক চৌধুরী ব্যাংক এশিয়ার নতুন স্বতন্ত্র পরিচালক
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার
আশরাফুল হক চৌধুরী ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন।
তিনি টেলিকম এবং কর্পোরেট সেক্টরের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ টেলিকম, টেলিকম মালয়েশিয়া বাংলাদেশ ও ভারতী এয়ারটেল কোম্পানীতে শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা পদে ২১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
কর্মজীবনের শুরুতে তিনি রপ্তানী উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরবর্তীতে কমনওয়েলথ সচিবালয়, লন্ডন এবং ক্যারিবীয় দেশসমূহে বাণিজ্য, শিল্প ও পর্যটন মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয়ে একজন রিসার্চ ফেলো ছিলেন। পরে সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক উন্নয়ন অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি স্টার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কেআই/এসি