ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রে তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।  

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। ২০১৫ সালের নভেম্বর থেকে ভারতের প্রতিনিধি হয়ে ঢাকায় দায়িত্ব পালন করেছেন হর্ষবর্ধন শ্রিংলা।   

যুক্তরাষ্ট্রে বর্তমানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নভেজ সরনার মেয়াদ শেষ হওয়ায় শ্রিংলাকে সেখানে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।    

টাইমস অব ইন্ডিয়ার সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ভারত সরকার তাদের পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে তার রাষ্ট্রদূতদের পরিবর্তন আনছে।

গণমাধ্যমটি আরও জানায়, বাংলাদেশে শ্রিংলার স্থলাভিষিক্ত হতে পারেন রিভা গাঙ্গুলি দাস। যিনি বর্তমানে ঢাকায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আসিসিআর)-এর দায়িত্বে রয়েছেন।

এসি