ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বাংলাদেশের ১৫টি পেজ ও একাউন্ট বন্ধ করল ফেসবুক

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার

বাংলাদেশ থেকে খোলা নয়টি পাতা ও ছয়টি একাউন্ট বন্ধ করে দিয়েছে ফেইসবুক। আসন্ন নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এ পেজ ও একাউন্টগুলো বন্ধ করা হয়েছে।

ইন্টারনেটে নিরাপত্তা হুমকি মোকাবেলায় কাজ করে আসা গ্রাফিকা নামে একটি কোম্পানিকে দিয়ে তদন্ত করিয়ে বাংলাদেশি ১৫টি পাতা ও একাউন্ট বন্ধ করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে ফেইসবুক।

ফেসবুকের বন্ধ করা ওই পেজগুলোর মর্ধে সবচেয়ে ছোট পেজের ফলোয়ার সংখ্যা ছিল ১১ হাজার ৯০০ বলেও উল্লেখ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক পেজের এ তথ্য ছড়াতে বুস্টিং খরচ হিসেবে ৮০০ ডলার পর্যন্ত খরচ করা হয়েছে।

জানা গেছে, বন্ধ করা এই পাতাগুলোর মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নামের মতো করে তৈরি করা একটি ভুয়া পাতাও রয়েছে, যা বাংলাদেশের পাঠকদের নানা সময়ে বিভ্রান্তিতে ফেলছিল।

বাংলাদেশের ইন্টারনেট সংবাদপত্র bdnews24.com এর পাঠকদের বিভ্রান্ত করতে বিডিনিউজ টোয়েন্টিফোরে নামের মাঝে একটি ‘এস’ বসিয়ে bdsnews24.com নামে ফেইসবুক পাতাটি খোলা হয়েছিল। একই নামে একটি ওয়েবসাইটও খোলা হয়।

ফেইসবুক বিডিএসনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাশাপাশি বিবিসি বাংলার নামের আদলে খোলা ভুয়া একটি পাতাও বন্ধ করেছে। বন্ধ করা হয়েছে ‘নিউজদিনরাত টোয়েন্টিফোর ডটকম’ নামে একটি পাতাও।

আরকে//