টাইগারদের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা
প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৭ এএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা। টাইগারদের বোলিং তোপে পুরোপুরি এলোমেলো লঙ্কান উইন্ডিজ লাইনআপ। টস জিতে বাংলাদেশকে বিরুদ্ধে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্টইন্ডিজ। টাইগারদের দুর্দান্ত ব্যাটিংয়ে অশহায় হয়ে পড়ে ওয়েস্টইন্ডিজ বোলাররা।
ওয়েস্টইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানলেন আবু হায়দার রনি। এভিন লুইসকে ক্যাচের ফাঁদে ফেলে ড্রেসিং রুমে ফেরত পাঠায় রনি। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ৬ বলে ১ রান যোগ করতেই সাজঘরে ফিরে এই ক্যারিবীয় তারকা। তারপরই একেরপর আসা-যাওয়া চলতে থাকে।
২১২ রানের বিশাল স্কোরের নিচে চাপা পড়ার পর এমনিতেই ঘাবড়ে যাবার কথা যে কোনো দলের। তবে, দলটির নাম ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে বিশ্বসেরা। এ কারণে, ২১২ রান কোনো নিরাপদ আশ্রয় নয় বাংলাদেশের জন্য। বোলারদের ভালো বোলিংয়ের ওপরই নির্ভর করবে সব কিছু।
৬ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৬১। আর ওয়েস্ট ইন্ডিজের রান ৭০। এ টুকু দেখেই কেউ ম্যাচের প্রকৃত অবস্থা বিচার করে ফেলবেন না। কারণ, ৬ ওভার শেষে বাংলাদেশ উইকেট হারিয়েছিল ১টি। আর ওয়েস্ট ইন্ডিজ উইকেট হারিয়েছে ৩টি। বাংলাদেশের বোলারদের একের পর এক ফাঁদে পড়ে উইকেট হারাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশে ক্রিকেট দল।