ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আমজাদ হোসেনের মরদেহ দেশে আসছে আজ

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:৩২ এএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

অবশেষে ব্যাংকক থেকে দেশে আসছে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ। আজ শুক্রবার বিকেলে এই কিংবদন্তির মরদেহ দেশে আনা হচ্ছে।

প্রায় ৬৫ লাখ টাকা খরচের কারণে মরদেহ দেশে আনা নিয়ে অনিশ্চয়তায় ছিল তার পরিবার। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাটলো সব অনিশ্চয়তা।

আমজাদ হোসেন ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তারপর থেকে তার আত্মীয়-স্বজন, সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উদগ্রীব হয়ে আছে প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার জন্য। সব জটিলতা কাটিয়ে দীর্ঘ এক সপ্তাহ পর দেশে ফিরছে আমজাদ হোসেনের মরদেহ।

প্রথম দিকে ছুটির ফাঁদে এবং পরবর্তীতে হাসপাতালের পাওনা মেটানো সংক্রান্ত জটিলতায় আটকে যায় আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া। অবশেষে জটিলতার জট কাটতে শুরু করে।

একে//