ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমাবদ্ধ করতে সড়ক পরিবহন আইন সংশোধন

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমাবদ্ধ করতে সড়ক পরিবহন আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্সপতিবার কালে রাজধানীতে ব্যক্তিগত বিশ্ব গাড়িমুক্ত দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। এদিকে, সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে আছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ব্যক্তিগত বিশ্ব গাড়িমুক্ত দিবসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেসময় তিনি বলেন, আইনের প্রয়োগ না থাকায় সড়কে দুর্ঘটনা বাড়ছে। এদিকে, বিভিন্ন ফেরিঘাটে নিরাপত্তা ও আইন-শৃংখলা নিশ্চিত করার লক্ষে সংশ্লিষ্ট জেলার ডিসি-এসপিদের নিয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক-মহাসড়ক ও ফেরিঘাটে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবাজদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।