মাহবুবুল হক শাকিলের ৫০তম জন্মোৎসব পালন
প্রকাশিত : ০২:১০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে কবি ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের ৫০তম জন্মোৎসব। এই উৎসবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের একজন তরুণ কবিকে মাহবুবুল হক শাকিল পদক- ২০১৮ প্রদান করা হয়।
উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল মাহবুবুল হক শাকিলের কবিতা থেকে আবৃত্তি ও সংগীত পরিবেশন, তার জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, মোমবাতি প্রজ্বলন ও কেক কাটা এবং স্মারকগ্রন্থ প্রকাশসহ আলোচনা অনুষ্ঠান।
ছেলের স্মৃতিচারণে অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, এই দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও একই সঙ্গে বিষাদের। তবে আমি আনন্দ নিয়েই থাকতে চাই। শৈশব থেকেই শাকিল মেধাবী ও সংবেদনশীল মনের অধিকারী ছিল। রাজনীতি থেকে সাহিত্যাঙ্গণে প্রবেশ করেছে। সাহিত্যের বিশার এই সমুদ্রে শাকিল খুব একটা ঢেউ তুলতে না পারলেও কিছুটা আলোড়ন তুলতে পেরেছিল বলেই আমি মনে করি।
একে//