ব্যাংকে ঋণ ও আমানতে গড় সুদহার কমেছে
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ঋণ ও আমানতে ব্যাংকগুলোর গড় সুদহার আরও কমেছে। অক্টোবরে ব্যাংকগুলো গড়ে ৯ দশমিক ৪৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করেছে। আর আমানত নিয়েছে গড়ে ৫ দশমিক ২৫ শতাংশ সুদে। আগের মাস সেপ্টেম্বরে ঋণের গড় সুদহার ছিল ৯ দশমিক ৫৪ শতাংশ। আমানতে ছিল ৫ দশমিক ২৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, ঋণ ও আমানতের সুদহার কমে আসায় দুইয়ের মধ্যে ব্যবধান বা স্প্রেড কমে ৪ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বর শেষে যা ছিল ৪ দশমিক ২৭ শতাংশ। সামগ্রিকভাবে সুদহার পরিস্থিতির উন্নতি হলেও ২৯টি ব্যাংকের গড় সুদহার এখনও দুই অঙ্কের ঘরে রয়েছে। ব্যাংকগুলো সবই বেসরকারি খাতের।
গত ২০ জুন ব্যাংক মালিকদের সংগঠন বিএবির বৈঠক শেষে জানানো হয়, ১ জুলাই থেকে সিঙ্গেল ডিজিট সুদে ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো। এ নিয়ে কয়েক দফা বৈঠক হলেও অধিকাংশ ব্যাংকে এখনও ঘোষিত সুদহার পুরোপুরি কার্যকর হয়নি। তবে ঘোষণার পর থেকে সুদহার কমছে। অনেক ব্যাংকই উৎপাদনশীল খাতে ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে এনেছে।
আরকে//