রাজধানীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আটক ১
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৩০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
রাজধানীর মধ্য বাসাবোর একটি বাড়িতে কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী সেলিনা আক্তার শিলাকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মধ্য বাসাবোর ১৬৯/১ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আছমাকে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় গৃহকর্ত্রীকে।
আছমার ভাই রুহুল আমিন সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আছমার জবানিতে নির্যাতনের বর্ণনা দিয়ে ফেসবুক ভিত্তিক কমিউনিটি গ্রুপ ‘উই আর বাংলাদেশ (ওয়াব)’একটি ভিডিও পোস্ট করেন ওই বাড়ির প্রতিবেশী তকি উদ্দিন। ভিডিওটি দেখার পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আছমার ভাইয়ের দায়ের করা মামলায় গৃহকর্ত্রী শিলাকে গ্রেফতার দেখানো হয়েছে। ভিডিওতে নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে আছমা বলেন, গৃহকর্মী শিলা তাকে বলেছেন, ‘তোরে যদি মাইরা বস্তার মধ্যে ফালায়া দেই কেউ আমাদের কিছু করতে পারবে না’গৃহকর্তা মোস্তফা কামাল চাঁদপুর আদালতের আইনজীবী বলেও জানান আছমা।
টিআর/