ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চুয়েটের পুরকৌশল বিভাগের আর্ন্তজাতিক কনফারেন্স সম্পন্ন

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৩০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ‘পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে সিভিল ইঞ্জিনিয়ারদের অগ্রণী ভূমিকা প্রয়োজন। বর্তমান বিশ্বের উন্নয়ন কাজের সিংহভাগই করছেন সিভিল ইঞ্জিনিয়াররা। সিভিল ইঞ্জিনিয়াররা আধুনিক সভ্যতার ধারক ও বাহক।  তাঁদের হাত ধরেই বর্তমান বিশ্ব একটি রুচিশীল ও সহজতর জীবনমানের পথে এগিয়ে যাচ্ছে।     

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র মেজবান হলে চুয়েটে এর পুরকৌশল বিভাগের আয়োজনে পুরকৌশল খাতের অগ্রগতি শীর্ষক তিন দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিএসিই-২০১৮’ (4th International Conference on Advances in Civil Engineering; ICACE-2018)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়েট ভিসি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত ও সম্মৃদ্ধ দেশের স্বপ্ন দেখছে। সেজন্য যে কোন উন্নয়ন কাজই টেকসই করার জন্য মনযোগী হতে হবে। সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররাই মূখ্য ভূমিকা পালন করবেন। এ ধরণের আন্তর্জাতিক কনফারেন্স আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি মনে করি।

কনফারেন্সের সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল কমিটির চেয়ার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো.আব্দুর রহমান ভূঁইয়া। পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্যের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কনফারেন্সের সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আয়শা আখতার।

এছাড়া আরও বক্তব্য রাখেন, জাপানের ইউনিভার্সিটি অফ সুকুবা’র অধ্যাপক ড. তাকাশি মাতসুশিমা (Prof. Dr. Takashi Matsushima), মারা’র ড. ওয়েই কুন লী (Dr. Wei Koon Lee), জাপানের কোর টেক কোম্পানি লিমিটেডের আমন্ত্রিত বক্তা জাভিয়ের লোপেজ গিমেনেজ (Javier Lopez Ginenez) এবং মালেয়শিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক  জহির উদ্দিন আহমেদ এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ আলমাস শিমুল, বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী আবু সালেহ মো. নুরুজ্জামান।

এবারের কনফারেন্সে বাংলাদেশসহ ১০টি দেশের যন্ত্রকৌশল বিষয়ের অন্তত কয়েকশত শিক্ষক,গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।

এতে পুরকৌশল সম্পর্কিত ৬টি বিষয়ে মোট ২৩টি সেশনে ১৮৭টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। একইসঙ্গে চট্টগ্রামের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন, ভুমিকম্প, যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা, টেকসই নির্মাণ প্রকৌশলসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো গুরুত্ব পায়। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতায় থাকছে- কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড।  

কেআই/এসি