ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

অশুভ শক্তিকে নিধন করে আলোর প্রজ্জ্বলন ঘটাতে হবে: চবি উপাচার্য

চবি সংবাদদাতা

প্রকাশিত : ১১:১৩ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, অন্ধকারের অশুভ শক্তিকে নিধন করে আলোর  প্রজ্জ্বলন ঘটিয়ে নতুন প্রজন্মসহ দেশের সকল মানুষকে এগিয়ে যেতে হবে। এ জন্য দরকার মহান মুক্তিযুদ্ধের শাণিত চেতনায় উদ্ধুদ্ধ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যবদ্ধ প্রয়াস।  

শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ এবং চারুকলা ইনস্টিটিউটের সমন্বয়ে ‘বিজয়ের গৌরবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ‘মহান মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক, গান, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর রচনা থেকে পাঠ ও চিত্র প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির আত্ম-পরিচয়ের ঠিকানা। `৭১ সালে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তাঁরই নেতৃত্বে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিশ্ব ইতিহাসে বাঙালি জাতির শ্রেষ্ঠ এ অর্জন, বিজয়ের এ গৌরবগাথা প্রজন্মের সন্তানসহ সকলের কাছে স্ব-মহিমায় তুলে ধরার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ আয়োজন। 

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক চবি সংগীত বিভাগের সভাপতি প্রফেসর সুকান্ত ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, রাজনীতিবিদ, পেশাজীবী, আইনজীবীসহ বিপুল সংখ্যক সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থেকে এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপভোগ করেন।

জাতীয় সংগীতের মাধ্যমে এবং স্বাধীন বাংলাদেশের কালজয়ী গান ‘জয় বাংলা বাংলার জয়’ দিয়ে অনুষ্ঠান সূচিত হয়।

উল্লেখ্য, চবি উপাচার্যের সার্বিক পরিকল্পনা তত্ত্বাবধান ও নির্দেশনায় চবির মাসব্যাপি এ আয়োজন ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে যা আগামী ২৭ ডিসেম্বর তারিখ পর্যন্ত চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলাসহ বিভিন্ন স্পটে পরিবেশিত হবে। 

কেআই/এসি