ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভয়াবহ পানি সংকটের মুখে বিশ্বের প্রায় ৪শ’ কোটি মানুষ

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০৮:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার

waterভয়াবহ পানি সংকটের মুখে বিশ্বের প্রায় ৪শ’ কোটি মানুষ। সম্প্রতি ‘সায়েন্স এডভান্স’ পত্রিকার গবেষণা প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এতে বলা হয়, প্রতি বছর কমপক্ষে ৩০ দিন বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ এই সংকটের মুখে পড়ে। জনসংখ্যা বৃদ্ধি এবং পানি ব্যবহার বাড়ার কারণে পরিস্থিতির অবনতি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আগামী কয়েক বছরের মধ্যে ইয়েমেন পানিশূন্য হয়ে পড়তে পারে আশংকা করে গবেষকরা জানান, ধারাবাহিকভাবে পাকিস্তান, ইরান, মেক্সিকো, সৌদি আরব, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ সমস্যার মুখোমুখি হবে। এদিকে, বিশ্ব অর্থনৈতিক ফোরামও, অর্থনৈতিক উন্নয়নে পানি সংকটকে তৃতীয় বৃহত্তম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছে।