ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সিলেটে ৩টি মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হযরত শাহজালাল (র.), হযরত শাহ পরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেছেন।
তাঁর নির্বাচনী সফরের দ্বিতীয় পর্যায়ে আজ সকালে দিনব্যাপী সফরে এই বিভাগীয় শহরে এসে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।
তিনি এখানে কিছুসময় অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
পরে নগরীর অদূরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেন।
তিনি সেখানেও কোরআন তেলাওয়াত এবং ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এবং মেসবাহউদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হুসেইনসহ সিলেট মহানগর এবং জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেটের সকল সংসদ সদস্য প্রার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।
এই তিনটি মাজার জিয়ারতে যাবার সময় রাস্তায় দু’ধারে দন্ডায়মান হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীকে শ্লোগান এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগ সভাপতি দুপুর আড়াইটার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।

এসএ/