যে ৫ দেশে বিমানবন্দর নেই
প্রকাশিত : ০২:০৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
এমন পাঁচটি সার্বভৌম রাষ্ট্র রয়েছে, যাদের কোনও বিমানবন্দর নেই৷ আর এ তালিকার সবগুলোই ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র। তবে যাদের বিমানবন্দর না থাকলেও আছে অন্ততপক্ষে একটি করে হেলিপোর্ট৷
অ্যান্ডোরা
অ্যান্ডোরায় কোনও বিমানবন্দর নেই৷ তবে তিনটি বেসরকারি হেলিপোর্ট বা হেলিকপ্টার অবতরণের বন্দর রয়েছে। আর আছে একটি হাসপাতালের হেলিপ্যাড৷ জাতীয় হেলিপোর্ট নির্মাণের কাজ চলছিল, তবে তা বর্তমানে স্থগিত৷ এই দেশের সবচেয়ে কাছের বিমানবন্দরটির অবস্থান স্পেনে৷
লিখটেনস্টাইন
এই দেশটিতেও কোনও বিমানবন্দর নেই৷ কেবল দক্ষিণাঞ্চলের শহর বালৎসেরে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের আন্তর্জাতিক বিমানবন্দরটি সুইজারল্যান্ড এবং জার্মানিতে অবস্থিত৷
মোনাকো
মোনাকোতে বিমানবন্দর না থাকলেও ফন্টভিলেতে একটি হেলিপোর্ট রয়েছে৷ সবচেয়ে কাছের বিমানবন্দরটি ফ্রান্সের নিস শহরে৷
সান মারিনো
সান মারিনোতেও নেই কোনও বিমানবন্দর৷ তবে বোর্গো মাগিওরিতে একটি হেলিপোর্ট রয়েছে৷ আর টোরাসিয়াতে আছে একটি ছোট্ট এয়ারফিল্ড, যার রানওয়ের দৈর্ঘ্য ২ হাজার ২৩০ ফুট৷ সবচেয়ে কাছের বিমানবন্দরটি ইটালিতে অবস্থিত৷
ভ্যাটিকান সিটি
ভ্যাটিকান সিটির আয়তনই বলে দেয় এখানে কোনও বিমানবন্দর থাকা অসম্ভব৷ এর আয়তন মাত্র দশমিক ১৭ বর্গ মাইল৷ তবে এর পশ্চিম প্রান্তে একটি হেলিপোর্ট রয়েছে৷ সেটা রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মকর্তারা ব্যবহার করেন৷ সবচেয়ে কাছের বিমানবন্দর ইটালির রাজধানী রোমে৷
সূত্র: ডয়চে ভেলে
একে//