ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘সরকারের জনবান্ধব কর্মসূচির কারণে কর আদায়ের পরিমাণ বাড়ছে’

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

কিছু সংখ্যক নাগরিকের মধ্যে কর প্রদানে অনিহা থাকলেও সরকারের জনবান্ধব কর আহরণ কর্মসূচির কারণে করদাতার সংখ্যা ও কর আদায়ের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, সরকার জবরদস্তি করে নয়, জনগণকে উদ্ভুদ্ধ করণের মাধ্যমে কর পরিধি বাড়াতে চায়। শুধু আয়কর মেলার মাধ্যমেই এ বছর ৩ হাজার কোটি টাকা আয়কর গ্রহণ করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কর ব্যবস্থাপনা বিষয়ক সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ এ সব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, জনগণের ওপর করের বোঝা কমানোর জন্য রাজনৈতিক সদিচ্ছার কারণে অনেক সময় কাঙ্খিত কর আহরণ সম্ভব হয় না। তারপরও অভ্যন্তরীণ উৎস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কর ব্যবস্থা আধুনিকায়নের জন্য অটোমেশনের কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে কর ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা আসবে। কোন কর্মকর্তা-কর্মচারী কর আহরণে হয়রানি করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বেশকিছু সরকারি প্রতিষ্ঠানের নিকট বিপুল পরিমাণ কর পাওনা রয়েছে, যা আদায়ে রাজস্ব বোর্ড কাজ করছে। এছাড়া অনেক বানিজ্যিক প্রতিষ্ঠান ভোক্তাদের নিকট থেকে কর আদায় করলেও তা সঠিকভাবে সরকারি কোষাগারে জমা দিচ্ছে না। বর্তমানে ৩৮ লাখ টিআইএনধারী করদাতা থাকলেও মাত্র ২০ লাখ লোক আয়কর রিটার্ন দাখিল করেছে। বর্তমানে জাতীয় বাজেটের পরিমাণ বাড়ছে। এ প্রেক্ষিতে অভ্যন্তরীণ উৎস থেকে আয় বাড়ানোর লক্ষে কর এর পরিধি আরও বাড়াতে হবে। জনগণের করভীতি দূর করার লক্ষে সরকার স্বনির্ধারণী কর প্রদান ব্যবস্থা চালু করেছে। যার মধ্যে মাত্র ৫ শতাংশ নিরীক্ষার আওতায় আসে। 

একে//