৮ম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থী উপবৃত্তি প্রকল্পের আওতায়
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার
অষ্টম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে বাধ্যতামূলক উপবৃত্তি প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীদের ওরিয়েনটেশনের সমাপনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও আগামী দিনগুলোয় দেশকে এগিয়ে নিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। প্রত্যন্ত অঞ্চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, এসব এলাকায় শিক্ষার মান নিশ্চিত করতে ইংরেজি ও সাধারণ গণিতে অতিরিক্ত ক্লাস নেয়া হবে।