ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠনের কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে ইউজিসি ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার

জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে গত মঙ্গলবার আলাদা দুটি চিঠিতে, ইউজিসি চেয়ারম্যান ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধককে এই নির্দেশনা দেয়া হয়। চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়ে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধককে ফাজিল ও কামিল মাদ্রাসায় ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।