সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার
বাস্তব প্রমাণ চায় রাশিয়া
প্রকাশিত : ১০:৪০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার যে ঘোষণা আমেরিকা দিয়েছে তা বাস্তবে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করে রাশিয়া। রুশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লাতেস্কি বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মার্কিন ঘোষণাকে বাস্তবে পরিণত করতে হবে।
তিনি বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে দেশটির সংকট সমাধান ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সহজ হবে।
রাশিয়ার এই সিনিয়র পার্লামেন্টারিয়ান বলেন, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি এসব দেশের পরিস্থিতিকে আরো বেশি সংকটময় করে তুলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন। সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই আমেরিকা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধের নামে সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করেছিল।
ক্ষমতা গ্রহণের আগে নির্বাচনি প্রচারণার সময় এবং পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় ডোনাল্ড ট্রাম্প একাধিকবার একথা স্বীকার করেছিলেন যে, দায়েশের মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে মার্কিন সরকারই সৃষ্টি করেছে।
সূত্র : পার্সটুডে
এসএ/