ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

স্থিতিশীল হয়নি কাঁচামরিচের বাজার, বাড়তি দামেই বিক্রি হচ্ছে এলাচ-সহ অন্যান্য মসলা

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:২৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

সপ্তাহ ঘুরেও স্থিতিশীল হয়নি কাঁচামরিচের বাজার। এখনো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে। আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে এলাচ-সহ অন্যান্য মসলা। তবে কিছুটা কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। এদিকে আমদানি ভালো থাকায় ইলিশের দাম নাগালের মধ্যে বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা। ঈদুল আযহার পরেই দাম বেড়ে যায় কাঁচামরিচের। কেজি প্রতি বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তবে আমদানি বাড়ায় দাম কমলেও এখনও বাড়তি দরেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ। আর স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির বাজার। ঈদের পর কমেনি মসলার দাম। এছাড়া তেল চিনি ডালও বিক্রি হচ্ছে আগের দামেই। আদা, রসুন ও পেঁয়াজের দাম কমেছে বলে জানালেন দোকানিরা। এদিকে এবারে প্রচুর ইলিশ ধরা পড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। দামও বেশ কম কম। আর তাই রসনাবিলাসীদের দৃষ্টি এখন ইলিশের দিকেই। ইলিশ বেচা-কেনা ভালো থাকায় খুশি দোকানিরাও।