ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অভিনয় দিয়ে মানুষের মন জয় করতে চাই: আকাশ রঞ্জন

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১০:১৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রবিবার

একজন সফল নাট্যকার হিসেবেই আকাশ রঞ্জনকে সবাই চেনে। তার লেখা ‘রসের হাঁড়ি’ ‘কমেডি-৪২০’ ‘নোয়াশাল’ ‘রঙের মেলা’, ‘সব জান্তা শমসের’, ‘প্রেম এসেছিল নীরবে’, ‘মীর জাফর মীর’, ‘সেয়ানা জামাই’, ‘গৃহশিক্ষক’, ‘ভালোবাসার অনুভূতি’, ‘বরিশালের মাস্টার নোয়াখালীর ছাত্রী’সহ অসংখ্যা জনপ্রিয় নাটকের তিনি রচয়িতা। আবার তিনি একজন সফল নাট্য পরিচালকও।           

আকাশ রঞ্জন শুধু পরিচালনা বা রচনাতেই সীমাবদ্ধ নন অভিনয়ও তিনি চালিয়ে যাচ্ছেন সমানতালে। এবার তিনি একটি একক নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘হাবলু ডাবলু’।  প্রতারণা যে কখনই ভালো ফল দেয় না সে বিষয়কেই তুলে ধরে নাটকটি নির্মাণ করা হয়েছে। অর্থ্যাৎ প্রতারণার ফল একদিন না একদিন ভোগ করতে হয়।    

নিজের অভিনয় প্রসঙ্গে আকাশ রঞ্জন বলেন, ‘ভালো অভিনয়ের মাধ্যমে খুব দ্রুত মানুষের মনে জায়গা করে নেওয়া যায় বা মানুষের মন জয় করা যায়। সেজন্য আমি সবকিছু বুঝেই নিয়মিত অভিনয় করে যাচ্ছি। এখন ব্যস্ততার মধ্যেও নিয়মিত অভিনয় করার চেষ্টা করছি। পাশাপাশি নাটক লিখার কাজ চালিয়ে যাচ্ছি।’   

‘হাবলু ডাবলু’ নাটকে আকাশ রঞ্জনকে একজন খুবই চতুর ব্যক্তি হিসেবে দেখা যায়-যিনি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছার জন্য সংক্ষিপ্ত রাস্তা ব্যবহার করতে চান। আর হাবলু চরিত্রে অভিনয় করেছেন তানভীর- যে কি না ডাবলুর ঠিক বিপরীত চরিত্র।     

আকাশ রঞ্জন বলেন, অভিনয়টা ভেতর থেকে আসা একটি বিষয়। থিয়েটার করতাম, আগ্রহও ছিল। কিন্তু এতোদিনে নানা ব্যস্ততায় পর্দার সামনে আসা হয়নি। দর্শকেরা যদি আমাকে ইতিবাচকভাবে নেয় তাহলে অভিনয়ে নিয়মিত হবো।     

‘হাবলু ডাবলু’ নাটকে আরও অভিনয় করেছেন কচি খন্দকার,অলিউল হক রুমি,হায়দার আলী,সানজিদা তন্বী ও আকাশ রঞ্জন। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।     

এসি