প্রীতিলতার ৮৪তম আত্মাহুতি দিবস আজ
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:১৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৪তম আত্মাহুতি দিবস আজ।
১৯৩২ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর হামলা চালান সাহসী এই কন্যা। অভিযান সফল করে ফেরার সময় তার গায়ে গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তখনই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন তিনি। আন্দোলন-সংগ্রামের ইতিহাসে গৌরবময় এক অধ্যায় হিসেবে পরিচিত এ’ ঘটনা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।