১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগে জেপিএল ও বেজা’র চুক্তি
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার
চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানীখাতে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে জুলস্পাওয়ার লিমিটেড (জেপিএল) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। আজ সোমবার বেজা’র কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারকটি সই হয়।
এ চুক্তির আওতায় জুলস্পাওয়ার লিমিটেড চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ১০০ মেগাওয়াটের একটি সোলার পাওয়ারপ্ল্যান্ট স্থাপন করবে, যার বিনিয়োগ মূল্য প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে একটি মাল্টিপারপাস জেটি এবং ৩৭ কিলোমিটার বিস্তৃত ১৩২ কেভির একটি ট্রান্সমিশন লাইন স্থাপনকরবে।
সমঝোতা চুক্তি অনুযায়ী, বেজা কর্তৃপক্ষ জুলস্পাওয়ারলিমিটেড কে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমি বরাদ্দ দিবে, যেখানে প্রতিষ্ঠানটি ১০০ মেগাওয়াটের একটি নবায়নযোগ্য সোলার পাওয়ার প্যানেল সিস্টেম স্থাপন করবে।
চুক্তি সই অনুষ্ঠানে জুলস্পাওয়ার লিমিটেড (জেপিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বারের পরিচালক নূহের লতিফ খান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি অত্যন্ত সম্ভাবনাময় একটিখাত এবং বেজা’র পক্ষ হতে এ ধরনের সহযোগিতা আমাদের দেশে শিল্প-কারখানা ও ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জ্বালানী চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, সরকার প্রদত্ত পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস (পিপিএ) এবং ইমপ্লিমেনটেশন এগ্রিমেন্ট (আইএ)-থাকার কারনে এ খাতে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা অধিক, যে কারনে এ খাতে নতুন নতুন বিনিয়োগে উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন। প্রকল্পটি বাস্তবায়িতহলে এটিই হবে দেশের সর্বপ্রথম নবায়নযোগ্য সোলার আইপিপি (ইন্ডিপেনডেন্টপাওয়ারপ্রডিউসার) প্রকল্প।
আরকে//