ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নারী গভর্নরসহ নিহত ৪

প্রকাশিত : ১১:০২ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মেক্সিকোর পুয়েবলা রাজ্যের প্রথম নারী গভর্নর মারথা এরিকা আলোনসো ও তার স্বামী রাজ্যের সাবেক গভর্নর রাফায়েল মোরেনো ভ্যালি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও আরেক ব্যক্তিও নিহত হয়েছেন।

সোমবার পুয়েবলা থেকে যাত্রা করার কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর এ তথ্য নিশ্চিত করেছেন।

৪৫ বছর বয়সী মারথা আলোনসো মধ্যম ডানপন্থী প্যান পার্টির সদস্য ছিলেন। রাজ্যের গভর্নর হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মাথায় প্রাণ হারালেন তিনি।

অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, আমি সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালি ও তার স্ত্রী পুয়েবলার গভর্নর মারথা এরিকা আলোনসো’র মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

সূত্র: এএফপি

একে//