ইসিতে ঐক্যফ্রন্টের শীর্ষ ১০ নেতা
প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৩০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের প্রার্থীর জন্য ‘সমান সুযোগের` দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ ১০ নেতা।
আজ মঙ্গলবার দুপুর ১১ টার দিকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে তারা ইসিতে পৌঁছেছেন।
এর আগে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্রন্টের ১০ জন নেতা ইসিতে যাবেন। তারা নির্বাচন ভবনে গিয়ে সিইসির সঙ্গে কথা বলবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে সিইসির প্রতি আহ্বান জানাবেন। এছাড়া ঐকফ্রন্টের প্রার্থীদের গ্রেফতার ও হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন।
টিআর/