ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

ই-বুক রিডার কেনার আগে ৬টি বিষয় জানা দরকার

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

আপনি কি ই-বুক বা ইলেকট্রনিক বই পড়ার কথা ভাবছেন? তাহলে ইবুক রিডার সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিন, কাজে লাগতে পারে৷

বুদ্ধিমান ক্রেতা

আপনার বাজেট যদি একটু বেশি থাকে, তাহলে ভালো রিডার পাবেন৷ তবে লক্ষ্য রাখবেন, বই পড়ার সময় যেন ব্যাকগ্রাউন্ড লাইট থাকে৷ আর এতে দিনের বেলায় যেমন পড়তে সুবিধা, তেমনি রাতেও আলাদাভাবে পড়ার লাইট লাগবে না৷

পছন্দমতো বেছে নিন

প্রায় প্রতিটি ই- বুক রিডারেই ‘ফন্ট সাইজ’ এবং মানুষের দৃষ্টিশক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই পড়া যায়৷ তাছাড়া কিছু বাড়তি পয়সায় বড় ডিসপ্লে এবং পাতা উল্টানোর জন্য বাড়তি বাটনও নিতে পারেন৷

পথে বা বেড়াতে গেলে

ভ্রমণ বা ছুটি কাটাতে গেলে ই-বুক রিডার অনায়াসেই সঙ্গে নিতে পারেন৷ দেখতে যেমন ছোট, তেমনি হালকা অথচ তার ভেতরে থাকতে পারে পুরো একটি লাইব্রেরির মতো কয়েক হাজার বই৷ তাছাড়া অ্যামাজনের কিন্ডেলের মতো রিডারগুলোতে একবার চার্জ দিয়ে মনের আনন্দে চার সপ্তাহ পর্যন্ত আপনার পছন্দের বইগুলো পড়তে পারবেন৷

কেনার আগে পরীক্ষা করে নিতে পারেন

প্রায় প্রতিটি দোকানই কেনার আগে ই-বুক রিডার দেখার সুযোগ দিয়ে থাকে৷ কাজেই এই সুযোগ নিয়ে তাদের কাছ থেকে ডাউনলোড করে নিন৷ তাহলে আপনি যে বইগুলো পড়তে চান, শুধু সেগুলোর জন্যই দাম দিতে হবে৷

ওয়াটারপ্রুফ

সুইমিং পুল কিংবা বাড়ির বাথ টবে শুয়েও ই-বুক পড়তে পারেন, কোনও অসুবিধা নেই! ওয়াটারপ্রুফ মডেলে কিন্ডেল পেপারহোয়াইট ও তোলিনো ভিশন থ্রি-র রয়েছে৷ এই দুই মডেলের ই-বুক পানিতে পরে গেলেও সমস্যা নেই৷ শুধু পানি থেকে তুলে কিছুক্ষণ উঁচু করে ধরে রাখবেন৷ খেয়াল রাখবেন, সে সময় ইউএসবি স্টিক লাগানোর পোর্টটি যেন নিচের দিকে থাকে৷ তারপর বাতাসে শুকিয়ে নেবেন৷

স্পেশাল অফার

কিছু দোকানে নতুন ক্রেতাদের জন্য অনেক সময় স্পেশাল অফার থাকে৷ কপাল ভালো থাকলে আপনিও পেয়ে যেতে পারেন আসল মূল্যের চেয়ে অনেক কম দামে পছন্দের ‘ই-বুক’ রিডার৷

সূত্র: ডয়েচে ভেলে

একে//